Wednesday , October 30 2024
Breaking News
Home / Entertainment / এবার সেই কল রেকর্ড অস্বীকার করে সানী : নাউজুবিল্লাহ, কাজটি ঠিক করেননি

এবার সেই কল রেকর্ড অস্বীকার করে সানী : নাউজুবিল্লাহ, কাজটি ঠিক করেননি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমা জগতের তিন জনপ্রিয় তরকা আরিফা পারভিন জামান মৌসুমী-ওমর সানী এবং জায়েদ খান। গত ১০ জুন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী, আর জায়েদ পিস্তল বের করে ওমর সানীকে মে/রে ফেলার হুম/কি দেন।

পরে রোববার সন্ধ্যায় ওমর সানি শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে পরিবার ভাঙার চেষ্টার লিখিত অভিযোগ করেন।

তবে পরের দিন মৌসুমী সাফ জানিয়ে দেন, জায়েদ খান তাকে বিরক্ত করেননি, শ্রদ্ধা করেন। আর সেও জায়েদকে ভালোবাসে। একই সঙ্গে মৌসুমী বলেন, জায়েদের মানসিকতা ভালো এবং সে ভালো ছেলে।

এদিকে ওমর সানির সঙ্গে এক ব্যক্তির কল রেকর্ড সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে সানিকে বলতে শোনা যায়, ‘আমাদের দুটি ছোট বাচ্চা আছে। আরেকটি বাচ্চা আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখী পরিবার। আমি আল্লাহকে সাক্ষী রেখে এসব কথা বলছি। ‘

এ বিষয়ে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি উদ্ভট, বানোয়াট, নাউজুবিল্লাহ। বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে। যারা এটা করছেন তারাই ভালো বলতে পারবেন কেন করছেন। অনেক গণমাধ্যমকর্মীর সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছেন সেটা জানি না। তবে কাজটি ঠিক করেননি। ’

দাম্পত্য কলহের জের ধরে গত বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন ওমর সানী-মৌসুমী। আর এরই জের ধরে জায়েদ খানের বিরুদ্ধে উঠা অস্বীকার করে উল্টো সানীর বিরুদ্ধেই দোষ চাপান মৌসুমী। তবে পরবর্তীতে মৌসুমী নিজেই জানিয়েছেন, এসব রাগের মাথায় বলেছেন তিনি।

About Rasel Khalifa

Check Also

আমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

রোড এক্সিডেন্টে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *