Saturday , January 18 2025
Home / Entertainment / এবার লায়লার সতীত্ব নিয়ে মুখ খুললেন মামুন, অডিও ফাঁস

এবার লায়লার সতীত্ব নিয়ে মুখ খুললেন মামুন, অডিও ফাঁস

প্রিন্স মামুন এবং লায়লা টিকটকের সবচেয়ে আলোচিত মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে একের পর এক বিনোদন ভিত্তিক কনটেন্ট তৈরি করে সবসময়ই আলোচনায় থাকেন তারা।

সম্প্রতি নতুনভাবে আলোচনায় এসেছেন এই জুটি। লায়লাকে প্রকাশ্যে রাস্তায় মারধোর করে মামুন। গতকাল মধ্যরাতে রাজধানীর বারিধারার ফুটপাতে কাঁদতে দেখা যায় লাইলাকে।

মামুন আমাকে মেরেছে এমন কথাও বলে, মামুন মদ খেয়ে এসে মোবাইল ফোন দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট হয়ে গেছে। ও আমার ফেসবুক পেজ মুছে দিয়েছে, দয়া করে এই ভিডিওটি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করুন।

গতকালের আলোচনার পর আজ নতুন একটি অডিও প্রকাশ করেছেন লায়লা। যেখানে মামুনের একটি ভয়েস রেকর্ডিং ফাঁস হয়েছে, যেখানে শোনা যাচ্ছে মামুন লায়লার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। খানে লায়লা বলেছেন, মামুন আমার কাছ থেকে অনেক টাকা-পয়সা নিয়েছে, গাড়ি বাড়ি নিয়েছে। এজন্য ও এসবের লোভে পড়ে সে আমাকে বিয়ে করেছে। এতদিন লাখ লাখ থেকে কোটি কোটি টাকার জিনিস আমার থেকে নিয়েছে। আর বাকি ছিল বাবার রেখে যাওয়া বাড়ি। তাও সে লিখে নিতে চাইছে। দেইনি বলেই সে আমাকে নির্যাতন করেছে।

ফেসবুকে ফাঁস হওয়া কল রেকর্ড থেকে শোনা যায়, মামুন বলেছেন, তুমিতো আর ঐশ্বরিয়া না, কচিও না! টাকার জন্যেই সম্পর্ক করেছিলাম! তোমাকে মুরগির মতোই ভাবছি। মালদার পার্টি আছে। রিলেশন বা কিছু একটা করলে টাকা পয়সা পাওয়া যাবে। এসময় মামুন আরও বলেন, তুমি তো আর ভা”র্জিন না। তোমাকে ছোট করতে চাইলে আরো অনেক কিছু করা যাবে। বহুত কিছু বলা যায়। তোমাকে তো তখন অন্যরতকম দেখা গেছে, আরো খারাপ ছিলা।

অপর একটি অডিওতে শোনা যায়, আমি তো অমানুষ, অকৃতজ্ঞ। এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। আমার পেছনে ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ করছ। তোমার সঙ্গে এখন ব্রেক আপ।

About Nasimul Islam

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *