Saturday , October 12 2024
Breaking News
Home / Entertainment / এবার ভূতের ভয়ে আছেন মাহি, ঘুমাতে পারছে না রাতে

এবার ভূতের ভয়ে আছেন মাহি, ঘুমাতে পারছে না রাতে

বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। অসংখ্য বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্য দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। আলোচিত এই অভিনেত্রী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে প্রায় তিনি আলোচনায় এসে থাকেন। এবার এই অভিনেত্রী ভয়ে ‍ঘুমাতে পারছে না বলে যা বললেন।

বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন মাহি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।
শনিবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ ভুলা দাও। ভয়ে ঘুমাতে পারি না।’

নায়িকার ওই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। তারপর নির্মাতা লেখেন, ‘ভূত নেই। ভুলে যান জবাবে মাহি লিখেছেন, ‘হ্যাঁ, দেখেছি।

এর আগে গত ২৮ মে মাহি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, আমার বাড়িতে ভূত আছে।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে মাহির স্বপ্ন পূরণ হয়েছে। স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন এই অভিনেত্রী। তারা প্রায়ই বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কখনো বন্ধুদের সাথে, কখনো শুধু দুজনে। সব মিলিয়ে দারুণ হয়েছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে এটা স্পষ্ট যে, বিয়ের পর স্বামীকে নিয়ে খুব খুশি তিনি। প্রতিনিয়ত এই জুটির প্রেম দেখছেন নেটিজেনরা।

উল্লেখ্য, স্বামীর সাথে সুখের সংসার করছে আলোচিত এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করায় তার ভক্তরা ধারনা করতে পেরেছেন।

About Babu

Check Also

অবশেষে জানা গেল আলোচিত সেই নায়িকা শিরিন শিলার স্বামীর পরিচয়

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে তার সিনেমায় অভিষেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *