Sunday , December 22 2024
Breaking News
Home / International / এবার বিশ্বকে তেল নিয়ে বড় ধরনের সুসংবাদ দিল রাশিয়া

এবার বিশ্বকে তেল নিয়ে বড় ধরনের সুসংবাদ দিল রাশিয়া

রাশিয়া জ্বালানী তেল উৎপাদনের দিকে থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অনেক দেশে তেলের সংকটে পড়েছে। যখন বিশ্বের বিভিন্ন দেশ তেল সংকটে পড়েছে ঠিক সেই সময়েই তেলের এক বিশাল খনির সন্ধান পেল রাশিয়া।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সৃষ্ট সংঘা’/তের প্রভাবে গোটা বিশ্বে জ্বালানি তেলের সংকটের মধ্যেই রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনি। দেশটির প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত এ আবিষ্কারের ঘোষণা দিয়েছে।

রোজনেফত জানিয়েছে, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে।

এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে। সাম্প্রতিককালে রাশিয়া যে সব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনি।

রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে, সেখানে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে।

রোজনেফত আরও জানিয়েছে, এই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম।

উল্লেখ্য, রাশিয়া তেল উত্তোলন করতে শুরু করলেও বিশ্বের যে সকল দেশে তেলের সংকট বিরাজ করছে ঐ সকল দেশে তেলের সংকট কাটবে কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। তবে অনেক দেশ এই খনি থেকে উৎপাদিত তেলে উপকৃত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

About bisso Jit

Check Also

‘গণহারে’ বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা, জানা গেল কারণ

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে। দেশটির নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *