Wednesday , October 30 2024
Breaking News
Home / Countrywide / এবার ফখরুলকে ছবি নিয়ে প্রমান দেখাতে চাইলেন তথ্যমন্ত্রী

এবার ফখরুলকে ছবি নিয়ে প্রমান দেখাতে চাইলেন তথ্যমন্ত্রী

আগামী ২৫ শে জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ বাংলার মানুষের কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এই সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ বাংলার মানুষের দুর্দশা লাঘ”ব হবে। ইতিমধ্যে সেতুর কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণ বাংলা সহ দুই পদ্মার দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু। এবার পদ্মা সেতু নিয়ে বিএনপি’র অপপ্রচার ছড়ানোর বিষয়ে কথা বলেন হাছান মাহমুদ।

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে গু’ঞ্জনের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, “পদ্মা সেতু অবশ্যই আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। কেউ গুন্জনে কান দেবেন না। পদ্মা সেতু শুধু আমাদের স্বপ্নের সেতু নয়, বাংলাদেশের সম্ভাবনার প্রতীকও। সব সমালোচনাকে উপড়ে ফেলে বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা যে মহাযজ্ঞ সমাধান করতে পারেন, সেটার প্রতীক হচ্ছে পদ্মা সেতু।’

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডক্টর হাসান মাহমুদ বলেন, “যে দল পদ্মা সেতু নির্মাণের শুরুতে মানব ত্যাগের গুন্জন ছড়িয়েছিল এবং যে দলে বহু নিরীহ মানুষ হা/’মলার শিকার হয়েছে এবং সারাদেশে অপহ”রণের কথার মতো অপপ্রচার ছড়িয়ে বহু লোকের প্রাণনাশ করা হয়েছে, সেই দলই এখনও চলছে। যারা ভদ্র মানুষ কিন্তু অবলীলায় মিথ্যা কথা বলে, তারাই এই ধরনের মিথ্যা রটানোর পেছনে আছে, নিজেরাও রটাচ্ছে।’

‘মির্জা ফখরুল সাহেব জ্যেষ্ঠ মানুষ, তার সম্পর্কে বেশি বলতে চাই না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি হঠাৎ স্বপ্নে দেখে, পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে মিথ্যাচার করেছেন কি না আমি জানি না। ২০০১ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সে নিয়ে স্মরণিকা প্রকাশ পেয়েছিল।প্রধানমন্ত্রী ও তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী বানী দিয়েছিলেন আনিসুর রহমান সাহেব। আমার কাছে এর ছবিও আছে। আর সে বসে একটা কাল্পনিক কথা বলল। আর উনি এক কাল্পনিক কথা বলে বসলেন।’

দায়িত্বশীল স্থান থেকে বিভিন্ন সময়ে এ ধরনের মিথ্যা ও অপপ্রচার ছড়ানোর দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার, তাহলে এসব বন্ধ করা হবে বলে জানান হাসান মাহমুদ।

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং পরিচালকদের মধ্যে ছিলেন আবদুল হক, কাজী জাহেদুল হাসান, লিয়াকত আলী খান মুকুল, আহমেদ জুবায়ের, নাভিদুল হক, মো: আশফাক উদ্দিন আহমেদ, আবদুস সামাদ লাবু, অতিরিক্ত সচিব খাদিজা বেগম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময়ে উপস্থিত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদ্মা সেতুর অর্থায়নের বিষয় নিয়ে ষ’ড়য’/ন্ত্র সৃষ্টির পর থেকে নানা বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কারণে শেষ পর্যন্ত বাস্তবতা পেল স্বপ্নের পদ্মা সেতুর। এই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন হবে সারাদেশে। আগামী ২৫ তারিখে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে না বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবশ্য ২৬ তারিখ থেকে যান চলাচল শুরু হবে বলে জানা গেছে।

About bisso Jit

Check Also

সাংবাদিক মুশফিকুল ফজল রাষ্ট্রদূত হওয়ায় যা বললেন মিলার

বাংলাদেশের আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *