Wednesday , January 15 2025
Breaking News
Home / Countrywide / ঋণের চাপ সহ্য করতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন যুবক

ঋণের চাপ সহ্য করতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন যুবক

ঋণ এমন একটি জিনিস ঋণ নিলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়ে যায়। ঋণ নেবার আগে কিছু শর্ত ঋণপ্রধানকারী ঋণগ্রহীতাকে দিয়ে থাকে। সেই শর্তগুলো যদি সময়মত পূরণ করতে না পারে তাহলে ঋণগ্রহীতাকে মানসিকভাবে অনেক হয়রানিগ্রস্ত হতে হয়। সম্প্রতি ঘটে গেল খুব দুঃখজনক একটি ঘটনা। ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহনন করলো যুবক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের চাপে সোহাগ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন।

রোববার বেলা ১টায় ফতুল্লার শাস্তাপুরের গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রয়াত সোহাগ একই এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।

প্রয়াতের স্ত্রী রোমানা জানান, তাদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে। সোহাগ গার্মেন্টসে কাজ করতেন। হঠাৎ চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে সোহাগ বিভিন্নজনের কাছ থেকে ঋণ নেন। আর এই ঋণ নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এতে বাড়ির দরজার সামনে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মপ্রয়াতের করেন সোহাগ।

প্রয়াতের মা সুফিয়া বেগম জানান, ১০ বছরের একটি শিশুকে রেখে সোহাগের বাবা প্রয়াত হয়েছেন। এরপর থেকে সংসারের হাল ধরেন সোহাগ। গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক জানান, প্রয়াতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই নিথরদেহ দাফনের অনুরোধ করেছে। বিষয়টি বিবেচনা করে নিথরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, অতিরিক্ত চাপ সহ্য করতে পারেনি সোহাগ। সমস্যা যখন আছে তখন তার সমাধান নিশ্চয়ই আসছে। তাই বলে নিজের জীবন অকাতরে শেষ করে দিতে হবে এর কোনো মানেই হয় না। প্রয়াত সোহাগ স্ত্রী ও মেয়ে রেখে গিয়েছে। তন্তত মেয়ের কথা চিন্তা করেও মানুষ জীবনে বেঁচে থাকার আশা পায়।

About Shafique Hasan

Check Also

এতদিন পর আবদুল হামিদের নামে কেন মামলা? পর্দার আড়ালের ঘটনা ফাঁস

ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *