Thursday , January 16 2025
Home / Entertainment / আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে মমতাজের কাণ্ড, স্ট্যাটাস সাড়া ফেলল অনলাইনে

আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে মমতাজের কাণ্ড, স্ট্যাটাস সাড়া ফেলল অনলাইনে

গত সোমবার (৩ অক্টোবর) বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কোন ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশের খুবই সনামধন্য সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। তবে আসিফের ছেলের বিয়েতে তারকাদের অনেকেই দাওয়াত পেলেও পাননি শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

আর তাই অনেকটা আক্ষেপ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’

এদিকে মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লিখেছেন, প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।’

আসিফ লেখেন, কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয় দ্রুত আমাদের দেখা হবে। ভালোবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোন চান্সই নেই এবং তুমি সেটা জানো।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বাগদান সারেন রণ-ঈশিতা। এ সময়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ছেলে ও পুত্রবধূর জন্য দোয়াও চান অফিস আকবর। এরপর সোমবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

About Rasel Khalifa

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *