Sunday , February 16 2025
Home / Entertainment / আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে, সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন : জায়েদ

আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে, সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন : জায়েদ

বাংলা সিনেমা জগতের নব্বইয়ের দশকের দাপটে অভিনেতা নাঈম। তবে গত বেশ কয়েক বছর হলো সিনেমা থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণে প্রায় চিকিৎসকের শরনাপন্ন হতে হয় গুণী এই অভিনেতাকে। জানা গেছে, বেশকিছু দিন ধরে অসুস্থ নাঈম। আর এরই মধ্যে গতকাল শনিবার রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইয়ার গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’

এক সঙ্গে কাজের সুবাদে অভিনেত্রী শাবনাজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাঈমের। এরপর এ সম্পর্কটাকে স্থায়ী করতে ১৯৯৪ সালের ৫ অক্টোবর বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাবনাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাঈম। বর্তমানে দুই সন্তানেরর অভিভাবক গুণী এই দম্পতি।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *