Sunday , September 8 2024
Breaking News
Home / Sports / আলোচিত সেই স্টাটাসের পর মাহমুদউল্লাহ বললেন, আমার হৃদয় ভেঙ্গে গেছে বন্ধু

আলোচিত সেই স্টাটাসের পর মাহমুদউল্লাহ বললেন, আমার হৃদয় ভেঙ্গে গেছে বন্ধু

এবার  আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। বিশেষ করে শেষ ম্যাচে পর পর  দুইটা ক্যাচ মিস করায় ক্রিকেট প্রেমী দর্শকের মাঝে তুমুল সমালচনায়া উঠে আসে মুশফিক। তবে সুধু যে দর্শকরা কষ্ট পেয়েছে তা নয়। মুশফিকের অন্তরেও লেগেছে দুঃখ । যার জন্য এশিয়া কাপে সম্পূর্ণ পতনের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এশিয়া কাপে ব্যর্থতার পর রোববার (৪ সেপ্টেম্বর) ফে/সুবুক স্ট্যাটাসে অবসরের ঘোষণা দেন মুশফিক।

সেখানে তিনি লিখেছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে আমার পাশে পেয়েছি। ভাল এবং খারাপ সময়ে আপনার অটুট সমর্থন আমার অনুপ্রেরণা।

 

আজ আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিচ্ছি। তবে আমি বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করি এই দুই ফরম্যাটে দেশের জন্য আরও কিছু আনতে পারব। আমি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ. ধন্যবাদ আল্লাহ হাফেজ।

 

এদিকে মুশফিকের অবসরে তার দীর্ঘদিনের সতীর্থ এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ আরেক তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের হৃদয় ভেঙেছে বলে একটি পোষ্ট করেন। অবসরের খবর শুনে মাহমুদউল্লাহ তার ফে/ সবুক পেজে লিখেছেন, “প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য একটি হৃদয়বিদারক ঘটনা। তবে তোমার কৃতিত্ব এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা।” আপনার কাজের নীতি যেকোন ফরম্যাটের জন্য অনুকরণীয়।

 

মুশফিক সবার মাঝে জানিয়েছেন সে আর আন্তর্জাতিক টি-টোয়েন্ট খেলবে না অবসর নিচ্ছে। এই বিষয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছে। মুশফিক ভক্তরা তাকে আগামী ম্যাচেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেখতে চেয়ে অনুরোধও করেছেন। অনেকে সান্ত্বনা দিয়ে বলেছেন এবার হয়নি তো কি হয়েছে সামনে হবে।

 

About Nasimul Islam

Check Also

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুললেন সাকিব

ছাত্র আন্দোলনের সময় নীরবতা পালন করে তুমুল সমালোচনার মুখে পড়েন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *