Sunday , January 19 2025
Breaking News
Home / Entertainment / আবারো বোল্ড অবতারে স্যোশাল মিডিয়ায় কৌশানি,সানি লিওনের সঙ্গে তুলনা

আবারো বোল্ড অবতারে স্যোশাল মিডিয়ায় কৌশানি,সানি লিওনের সঙ্গে তুলনা

কোলকতার সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি মুখ কৌশানি মুখার্জি। টালিউড সিনেমার অন্যতম বড় একজন অভিনেত্রীর নাম এটি। দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন তিনি কোলকাতার সিনেমাতে।এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক বেশি সাহসী আর খোলামেলা। প্রায়শই বোল্ড অবতারের ছবি শেয়ার করেন। তার শরীরী আবেদনে ভরা সেসব ছবি নিয়ে চলে নানারকম আলোচনা-সমালোচনা।

সম্প্রতি ফেসবুক পেজে দুটি খোলামেলা ছবি আপলোড করেন কৌশানি। যেখানে তাকে দেখা গেছে ঝলমলে একটি পোশাকে। তবে ওই পোশাকের চেয়ে ছবিতে বেশি গুরুত্ব পেয়েছে তার অন্তর্বাস এবং বক্ষ বিভাজিকা। যার কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। অশালীন সব মন্তব্যে ভরে গেছে তার কমেন্ট বক্স।

এক নারী অনুসারী মন্তব্য করেছেন, ‘দ্বিতীয় সানি লিওন’। আরেক অনুসারী মন্তব্য করেন, ‘নির্বাচনের মাঠে সবটা খুলে দিলে অবশ্যই জয়ী হবার চান্স আছে’। কেউ আবার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘এইসব ছবি দিও না। তোমারটা দেখে আরও ১০ জন মেয়ে খারাপ হবে’। অবশ্য এরকম মন্তব্য অহরহ পান কৌশানি। তাই এসবে পাত্তা দেন না। বরং নিজের মতো করে ক্যামেরাবন্দি হন আর শেয়ার করেন অন্তর্জালে।

কৌশানি এখন পর্যন্ত সর্বশেষ সিনেমা করেছেন ছুটি নামের একটি সিনেমা।যেখানে তিনি অভিনয় করেছেন তার বাস্তব জীবনের বয়ফ্রেন্ড বনি সেনগুপ্তর সাথে।এছাড়া ‘হীরকগড়ের হীরে’ নামের একটি অ্যাডভেঞ্চার সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

About Ibrahim Hassan

Check Also

সাইফের ওপর হামলাকারী যুবক বাংলাদেশি, বেরিয়ে এলো চঞ্চল্যকর তথ্য

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *