Saturday , October 5 2024
Breaking News
Home / Countrywide / অ্যালকোহল শক্তিশালী জীবাণুনাশক, হাসিনা চলে গেলে এই লাল পানি দিয়ে গণভবন ধুবো: পিনাকী

অ্যালকোহল শক্তিশালী জীবাণুনাশক, হাসিনা চলে গেলে এই লাল পানি দিয়ে গণভবন ধুবো: পিনাকী

এবার লাল পানি দিয়ে গণভবন ধুতে চাইলেন পিনাকী ভট্টাচার্য। তার এই মন্তব্য সম্প্রতি যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে তাকে সাধুবাদ ও অনেকে তার উপর ক্ষুদ্ধ মেজাজে মন্তব্য করেছেন। তার লাল পানি দিয়ে গন ভবন ধুয়ার ঘটনায় যোগাযোগ মাধ্যমে র‌্যাবকে উদ্দেশ্য করে বলেন, র‌্যাব বাবুটা…. ৩৭ হাজার বোতল মদ খাবেন না  যেন।

রেখে দিন, আগামি দিনে কাজে দিবে। অ্যালকোহল একটি খুব শক্তিশালী জীবাণুনাশক। হাসিনা চলে গেলে আমরা সেই ৩৭,০০০ মদের বোতল দিয়ে গনভবন রুম ধুয়ে ফেলব।
লবিতে বাংলা ছেড়ে যাওয়ার দিন। এই লাল পানি দিয়ে গণভবন ধুবো।

উল্লেখ্য, গার্মেন্স ব্যাবসার আড়ালে ৩৭ হাজার বোতল মদ পাচার করতো একটি চক্র। জানা গেছে প্রায় ৩৭ মিলিয়ন অর্থ মূল্যের এই পন্য দুবাই থেকে আনা হয়েছে। তবে এই পন্য গুলো লুকানোর জন্য সত চেষ্টা করার পরেও র‌্যাবের বিশেষ অভিযানে পুরো চালানটি জব্দ হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাবা-ছেলে ও চক্রের তিন সদস্যকে।

About Nasimul Islam

Check Also

‘লেনদেনের খবর অসত্য, আমি স্যামস্যাং ফোন ব্যবহার করি’: মোখলেস উর রহমান

একটি দৈনিকে ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত খবর মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *