Saturday , October 12 2024
Breaking News
Home / Entertainment / অবস্থা বেগতিক টের পেয়ে ঘটনা স্থল থেকে ছুটে পালিয়ে গেলেন শাহরুখ খান

অবস্থা বেগতিক টের পেয়ে ঘটনা স্থল থেকে ছুটে পালিয়ে গেলেন শাহরুখ খান

অভিনেতা ও অভিনেত্রীদের অনেক ভক্ত থাকে। যার জন্য চাইলেন রাস্থায় স্বাধীন ভাবে চলাফেরা করতে পরেনা ছেলিব্রেটিরা। এর আগেও অনে যায়গা থেকে পালিয়ে আসতে হয়েছে শাহরুখ খানকে।

কারণ কিং খান যেখানেই যান, সেখানেই চোখের পলকে জমায়েত হয় ভক্তরা। তাকে ভক্তদের কাছ থেকে সরাতে ভিড়ের মধ্যে দিয়ে অনেককে ধাক্কা ধাক্কি করে সরাতে হয়েছে। তাই বলে লন্ডনে? একদল ভক্ত দ্রুত তাকে বলিউডের ‘বাদশা’ হিসেবে চিনে ফেলেন। শাহরুখ খান বিষটি টের পেয়ে ছুটে গিয়ে গাড়িতে উঠে পালিয়ে যান।

লন্ডনে চলছে ‘ডাঙ্কি’ ছবির শুটিং। বিভিন্ন মোড়ে রাস্তা থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কিং খান। এমনই একদিন শুটিং চলাকালে একদল ভক্ত তাকে চিনে ফেলেন। আর যাই কোথায়! সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। আর ক্রমাগত মোবাইল ক্যামেরায় ক্লিক করছে। তিনি গাড়িতে উঠে শুটিং স্পটে ছুটে যান। কেউ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায়। সেই সাথে হাসির রোল।

দেশত্যাগ এবং অভিবাসন সম্পর্কে গল্প। রাজকুমার হিরানির নতুন ছবি ‘ডাঙ্কি’-তে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, লন্ডনে শুটিং শেষ করে আগস্টের প্রথম সপ্তাহে তাদের দেশে ফেরার কথা রয়েছে। বাকি অংশের শুটিং সম্ভবত ভারতে হবে। শোনা যাচ্ছে, আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।

দেশে এবং বিদেশে শাহরুখ খানের অনেক ভক্ত রয়েছে। তার অনেক সিনেমা ইন্টান্যাশনালী প্রচারনা করা হয়েছে ভিভিন্ন ভাষায়। সেখান থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়েছে সারাবিশ্বে। বিশেষ করে ভারত পাকিস্থান বাংলাদেশ নেপাল ইত্যাদি দেশে তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে।

About Nasimul Islam

Check Also

অবশেষে জানা গেল আলোচিত সেই নায়িকা শিরিন শিলার স্বামীর পরিচয়

ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে তার সিনেমায় অভিষেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *