আজ ছিল বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্র্যাভো ব্যাচের শীতকালীন কুচকাওয়াজ। এটাকে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজও বলা হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশের সমুদ্র সীমার অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। তাই সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

Error: No articles to display

কুচকাওয়াজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো সমুদ্র সীমার অধিকার আদায়ে কাজ করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই অধিকার প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে সার্বভৌমত্ব রক্ষায় কোন ছাড় না দেয়ারও কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রেষ্ঠ মিডশিপম্যানদের হাতে পদক তুলে তুলে দেন নৌবাহিনী প্রধান।

সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মিডশিপম্যান মেহরাব হোসেন অমিকে দেওয়া হয় সোর্ড অফ অনার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। নতুন কমিশন পাওয়া নৌবাহিনীর কর্মকর্তাদের দেশ সেবায় কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলতে হবে।

এ দিকে বরারবরের মত প্রধানমন্ত্রি শেখ হাসিনা আজও দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে কথা বলেছেন। এবং সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে সবার।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display