জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবে তিনি সায় দেননি, ফিক্সিংয়ে জড়ানওনি। শুধু তথ্য গোপনের জন্য দুই বছরের জন্য নিষেধাজ্ঞ।
এই সময় গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজে পাওয়া যাবে না বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে বিসিবি অনুরোধ করলে হয়তো শাস্তি একটু কমে যেতে পারে। এরপরও কমপক্ষে ৩৬টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আরো পড়ুন

Error: No articles to display

পুরো দেশবাসির মতোই দেশের বিখ্যাত সকল মানুষই সমবেদনা জানিয়ে সাকিবের খারাপ সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলে পোস্ট করে সাকিবের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন।
সমসাময়িক বিষয় নিয়ে সর্বদাই নিজের মতামত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। সাকিবের খারাপ সময়েও রয়েছেন তার পাশে। আজ বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন তিনি। পাঠকদের জন্য আসিফের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
শাপে বর, সাকিবের নিষেধাজ্ঞা দু:খজনক। কিন্তু এতে অবশেষে লাভও হতে পারে বাংলাদেশের। সাকিব আরো শক্তিশালী আর দৃঢচেতা হয়ে ফিরতে পারে। কে না জানে সাকিবের জন্য এটা খুবই সম্ভব।
সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের তরুন ক্রিকেটারদের জন্য সুযোগ এলো। সুযোগটা তার ছায়ার নীচে থেকে বের হয়ে আসার, নিজেকে আরো বেশী প্রকাশ করার। প্রতিভা তো আছে এদের অনেকের ।
এবার বুক চিতিয়ে দাড়াতে পারলেই হবে। মনে আছে সৌম্য আর মুস্তাফিজরা এভাবে দাড়ানোর পর কি অবস্থা হয়েছিল ভারতের? তবে এঘটনা থেকে শিক্ষাও নিতে হবে আমাদের ক্রিকেটারদের। এক: অপরিচিত ভারতীয়দের থেকে দুরে থাকুন। কে জানে আপনাকে বিপদে ফেলার এটা ফাঁদ কিনা। কে জানে এ ফাঁদে স্বয়ং আইসিসি-র লোকজনও জড়িত কিনা?
দুই: ভারত সফরের আগে আরো সতর্ক্ থাকুন। হয়তো ঠিক এর আগে আগে পড়বে বিপদের খাড়া।
তিন: পাপনদের চিনে রাখুন। অসৎ কর্পোরেট পুজির এই খুটির অন্যায়ের প্রতিবাদ করতে হবে আরো সুচিন্তিতভাবে। কারণ এদেশটা চালায় আসলে তার প্রভুরা। এ প্রভুদের কাছে সাকিবের চেয়ে পাপন অনেক গুরুত্বপূর্ণ্। যদিও আমাদের বুকজুড়ে আছে, থাকবে শুধু সাকিব।
এরপর পাপনের জন্যও পরামর্শ দিয়েছেন।
পাপন, আপনার দূর্ভাগ্য কি জানেন? সত্য-মিথ্যে যেটাই হোক, সাকিবের নিষেধাজ্ঞার পেছনে আপনার হাত আছে - এটা ভাবছে বহু মানুষ।
যাই হোক, আমার পরামর্শ, মানুষকে আপনার মুখটা একটু কম দেখাবেন। বিশেষ করে বাংলাদেশের খেলার সময় গাজী টিভিতে।
মানুষকে উত্যক্ত করে কি লাভ আপনার?
সাকিব একজন দৃঢ়চেতা মনোভাবের একজন ক্রিকেটার। অতীতে ও সে বিভিন্ন সময় ঘুরে দাঁড়িয়েছে। সাকিব দেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ভারত , অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে জেতা যায় , এটা সাকিবই শিখিয়েছে। সাকিব ফর্মে ছিল বলেই হয়তো ইদানিং অন্যরা দায়সারা ভাবে খেলেছে। এবার তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসার পালা।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display