আন্তজার্তিক
Hits: 784
করোনা সারা বিশ্বকে স্তব্ধ করে রেখেছে গোটা বিশ্বকে প্রায় দু বছরের বেশি সময় ধরে। আর এখনো কাটেনি এই করোনার প্রকোপ। বলতে গেলে সারা বিশ্বে দাপিয়ে বেড়ানো এই করোনা আদৌ মুক্ত হবে কি না বিশ্ব থেকে তারও কোন ঠিক নেই। এ দিকে বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবী যে রচম সমস্যার মুখে পড়তে চলেছে তা আজ থেকে কয়েক বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। একটা মহামারী ভাইরাস যে মানুষের জীবনকে পাল্টে দেবে সেটা বছর পাঁচেক আগে অনুমান করেছিলেন তিনি। খবর বিবিসি ও নিউজ এইটটিনের।
আরো পড়ুন
Error: No articles to display
এবার তিনি জানালেন সময় এসেছে মানুষ যাতে জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবে। তার মতে জলবায়ু পরিবর্তনের সমাধান তুলনায় কোভিড মোকাবিলার থেকে কঠিন কাজ। ৫১ বিলিয়ন অথবা শূন্য’—জলবায়ু সম্পর্কে এই দুটি সংখ্যা সবার জানা দরকার বলে মনে করেন তিনি।
সম্প্রতি একটি বই প্রকাশ করে তিনি এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে মত দিয়েছেন। এটি একটি গাইডবুক হিসেবেও দেখা যেতে পারে। তিনি জানান, যদি জলবায়ু পরিবর্তন কমানো না যায় তাহলে কিন্তু একটা সময় পৃথিবীতে করোনার থেকেও কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। এর সঙ্গে চিন্তা বাড়াবে বিশ্ব উষ্ণায়ন।
তবে করোনা থেকে বেচেঁ থাকার রসদ পেয়ে গেছে বিশ্ব। করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। আর এই ভ্যাকসিন নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যার ফলে করোনা থেকে বেচেঁ থাকার উপায় এখন মানুষের নখ দর্পনে। তার পরেও বিশ্বে থামছে না করোনা আক্রান্ত হবার সংখ্যা।