পৃথিবীটা এখন হাতের মুঠোয় ইন্টারনেটের কারনে। এর বদৌলতে এখন মানুষ ঘরে বসেই সব কিছু পেতে পারে নিমিষের মধ্যে। আর সময় কাটানোর জন্য এর জুড়ি মেলা ভার। তুলনা হয়না কারোর সাথে। বিশেষ করে ইন্টারনেটে ভিডিও দেখা এখন মানুষের দৈনান্দিন একটি কাজ হয়ে দাড়িয়েছে। সম্প্রতি একটি অনলাইন ভিডিও নিয়ে বিশ্বব্যাপি তৈরী হয়েছে একটি নতুন আলোচনা। ইন্টারনেটে কোন ভিডিওটি সবচেয়ে বেশি লাইক পেয়েছে, তা জানা আছে কি? সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিওটি হচ্ছে, টিকটকের একটি ভিডিও।
আরো পড়ুন
Error: No articles to display
ভিডিওটি এ বছরই টিকটকে পোস্ট করা হয়েছে। ব্রিটিশ র্যাপার মিলি বি’র ’এম টু বি’ গানটি টিকটকে লিপ সিঙ্ক করেন যুক্তরাষ্ট্রের টিকটকার বেলা পোয়ার্ক। তার এই ভিডিওটি ৪৫ মিলিয়ন লাইক পেয়েছে। যা ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি লাইক পাওয়া ভিডিওর রেকর্ড গড়েছে।
অবাক ব্যাপার হলো, গানটির মূল শিল্পী মিলি বি নিজেও টিকটকে নিজস্ব ভার্সনে গানটি পোস্ট করেছিলেন, কিন্তু তার ভিডিওতে লাইকের সংখ্যা মাত্র ৪.৬ মিলিয়ন।
পোয়ার্ক টিকটকে তার এই ভিডিওটি আপলোড করেছিলেন এ বছরের আগস্ট মাসে এবং টিকটকে তার এই ভিডিওটি লাইকের সংখ্যায় ইউটিউবের সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিওকে ছাড়িয়ে গেছে। ইউটিউবে সবচেয়ে লাইকপ্রাপ্ত ভিডিওটি হলো ডেসপাসিতো নামক একটি মিউজিক ভিডিও। ২০১৭ সালে ইউটিউব আপলোড করা এই ভিডিওটির লাইক সংখ্যা ৪১ মিলিয়ন।
টিকটকে বেলা পোয়ার্কের ফলোয়ার সংখ্যা ৪৯.৪ মিলিয়ন। এ বছরের এপ্রিল মাসে টিকটকে তিনি প্রথম ভিডিও পোস্ট করেন এবং যেকোনো টিকটকারের তুলনায় সবচেয়ে দ্রুত বিপুল ফলোয়ার অর্জন করেছেন।
এ দিকে এই টিকটক ভিডিও টি এখন আরো বেশি দেখা হচ্ছে মানুষের দ্বারা। সকলেই এটাকে নতুন করে বার বার দেখছেন।বিশ্লেষকদের মতে, টিকটকের ভিডিও ইন্টারনেটে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিও হয়ে ওঠায়, তা প্ল্যাটফর্মটির ব্যাপক প্রভাবকেই ইঙ্গিত দিচ্ছে।