বিশেষ প্রতিবেদন
Hits: 950
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর এই বিজ্ঞানের যুগে এসে এখনো মানুষ খুব কম জানতে পেরেছে দুটি বিষয়। যার একটি হলো মানব দেহ এবং অপরটি হলো মহাশুন্য। আর এই কারনে এ সব বিষয় আমাদের কাছে সব সময়ই বিরল আর মহাজাগতিক বলে মনে হয়। যার মধ্যে ২০২১ সালের ২১ ডিসেম্বর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রায় ৮০০ বছর পর মানুষ সাক্ষী হবে এক বিরল ঘটনার। এ দিন বৃহস্পতি ও শনিগ্রহ চলে আসবে খুব কাছাকাছি। খালি চোখেই দেখা যাবে এ দৃশ্য।
আরো পড়ুন
Error: No articles to display
জানা গেছে প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এই দুটি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। তবে সর্বশেষ ১২২৬ সালের ৪ মার্চ এমন কাছাকাছি এসেছিল বৃহস্পতি আর শনি। আর শেষবার ১৬২৩ সালে এতটা কাছাকাছি এসেছিল গ্রহ দুটি। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এত দিন পর। অর্থাৎ ৮০০ বছর পরে আবার ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
তবে শুধু ২১ ডিসেম্বর নয়, মোটামুটি ১৫ ডিসেম্বর সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দুটি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবচেয়ে কাছে আসবে এই দুটি গ্রহ। মোটামুটি গোটা উপমহাদেশ থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
প্রতিনিয়তই বিস্তার ঘটছে মহাজগতের। যার প্রমান ইতিপূর্বেও মিলেছে। আর হয়তোবা ভবিষ্যতেও মিলবে। যার নমুনা আমরা প্রায়সই এসব ধরনের ঘটনার মধ্যে থেকে দেখে থাকি।