বাংলাদেশের নাট্য জগতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেতার নাম জিয়াউল হক পলাশ। এ নামে অনেকেই হয়তো ওনাকে না চিনলেও কাবিলা নামটিতে বাংলাদেশ ইতিমধ্যে চিনে ফেলেছে তাকে। ’কাবিলা’ খ‌্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। ’ব‌্যাচেলর পয়েন্ট’ নাটকে ’কাবিলা’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। অভিনয়ে খ‌্যাতি কুড়ালেও সহকারী পরিচালক হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। টিভি নাটকের বেশ কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলাশ।

আরো পড়ুন

Error: No articles to display

পরবর্তীতে বেশ কয়েকটি একক নাটক নির্মাণ করেন পলাশ। সর্বশেষ নির্মাণ করেন ’রিভেঞ্জ’ নাটকটি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে এটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন, শাওন প্রমুখ। শাহাদাত রাসেলের গল্প ভাবনায় এর চিত্রনাট‌্য রচনা করেছেন পলাশ-রাসেল।

নাটকটি মুক্তির একদিনের মধ‌্যে ভিউ হয়েছে প্রায় ৬ লাখ। গল্প, নির্মাণ ও অভিনয় নিয়ে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ইকরা রাব্বি লিখেন, ’সত্যিই অসাধারণ একটা নাটক। ধন্যবাদ পলাশ ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। আশা করি, ভবিষ্যতে আরো ভালো ভালো নাটক উপহার দিবেন।’ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ’গল্পের শেষ পরিণতি এভাবে শেষ হবে ভাবতেই পারি নাই। পরিচালকের অসাধারণ প্রতিভা রয়েছে। পরিচালককে ধন্যবাদ। আরো নিত্যনতুন ব্যতিক্রম কাহিনি নিয়ে রচিত নাটক দেখতে চাই।’

সরদার নাজমুল লিখেন, ’অসাধারণ ছিল। গল্পটা হয়তো অনেকের জীবনের সাথেই মিলে যাবে। যেমন আমার জীবনের সাথে কিছুটা মিল আছে।’ নীরব রাসেল লিখেন, ’মনে হলো আমার জীবনের গল্প, অসাধারণ ছিল নিশো ভাই।’ অয়ন আহমেদ লিখেন, ’হায়রে পলাশ ভাই, আপনি একজন সত‌্যিকারের হিরো। ডিরেকশন, অ‌্যাক্টিং সব আপনিই পারেন।’ এমন অসংখ‌্য প্রশংসাসূচক মন্তব‌্যে ভরে আছে কমেন্ট বক্স।

নাটকটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—ইশরাত জাহিন আহমেদ, তৌহিদ তালুকদার, নাসিম রেজা, আসিফ ইফতি, রাজু সরকার, রকি খান, মোখলেছুর রহমান বাবু প্রমুখ।


প্রসঙ্গত, একজন অসাধারন অভিনেতার মধ্যে যে এমন অসাধারন পরিচলানার গুন থাকতে পারে তা শুনে অবাক হয়েছেন অনেকেই। বিশেষ করে এমন ধরনের একটি কাজ করার কারনে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন তাকে। এবং সেই সাথে পরিচালনার কাজ চালিয়ে যেতেও পরামর্শ দিয়েছেন অনেকে।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display