গেল বেশ কিছু দিন আগে জামিনে মুক্তি পেয়েছেন দেশের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরিমনি। এ দিকে মুক্তির পর প্রথমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের করা মামলায় হাজিরা দিতে আগামীকাল বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ওই দিন সকাল সাড়ে ১০টায় তিনি আদালতে হাজিরা দেবেন। মঙ্গলবার পরীমনির আইনজীবী মজিবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Error: No articles to display

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২২ আগস্ট কে এম ইমরুল কায়েশের আদালতেই পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।

এতদিন পরে শুনানির দিন ধার্য করায় পরীমনির আইনজীবীরা হাইকোর্টে যান। তারা দ্রুততম সময়ে জামিনের আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন শুনানির দিন এগিয়ে এনে ১৩ সেপ্টেম্বরের বদলে ৩১ আগস্ট ধার্য করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।

গেল মাসের ৪ তারিখে পরিমনির বাড়িতে অভিযান চালায় র‍্যাব।আর সেই অভিযানের পর পরই তাকে করা হয় গ্রেফতার। আর সেই থেকেই তার নামে শুরু হয় নানা ধরনের আলচোনা সমালোচনা। এ ছাড়াও তাকে নেয়া হয় ৩ দফা রিমান্ডে।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display