বিনোদন
Hits: 593
কোলকাতার সিনেমার অন্যতম বড় একজন অভিনেত্রীর নাম কোয়েল মল্লিক। টালিউডের সিনেমার শীর্ষে রয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরা হয়েছে তার। নীল রঙের টি শার্ট, জিনস, উঁচু করে বাঁধা চুল, চোখে কাজল। সাজগোজ করে বসে রয়েছেন কোয়েল মল্লিক। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর কোলে বসে রয়েছে একটি হনুমান! কোনও ছবির দৃশ্য নয়। এমনই ঘটেছে বাস্তবে।
আরো পড়ুন
Error: No articles to display
কোয়েলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। শনিবার একটি স্টোরি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে, একটি হনুমান তাঁর কোলে বসে রয়েছে। কোয়েল লিখেছেন, ’খুবই ভয় পেয়েছিলাম। কিন্তু জোর করে হাসছিলাম।’
২০১৮ সালে বালিতে গিয়ে এই ছবি তুলেছিলেন কোয়েল। হনুমান ছাড়াও অন্যান্য প্রাণীর সঙ্গেও সময় কাটানোর মুহূর্ত লেন্সবন্দি করেছেন তিনি। সেগুলিকে জড়ো করে একটি ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সামনে এনেছেন তিনি।
দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে রয়েছেন এক সময়ের ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী। তবে শোনা গেছে খুব শিঘ্রই কাজে ফিরবেন তিনি। এ ছাড়াও এই বছর মহালয়ায় কালার্স বাংলায় দেবী দুর্গা রূপে দেখা যাবে কোয়েলকে। দিন কয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কোয়েল নিজেই এ কথা জানিয়েছিলেন। চ্যানেল কর্তৃপক্ষ যদিও এ নিয়ে কোনও কথা বলেনি।