বাংলাদেশে প্রতিবছরই নদীগুলোতে ঘটে থাকে নানা ধরনের সব দুর্ঘটনা। আর এই সব দুর্ঘটনায় হয়ে থাকে নানা ধরনের সব হ্রদয়বিদারক ঘটনা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে আবারো। আর এ নিয়ে আর্তনাদ করছিল একজন মা। ’আমার ভাসুরের এক ছেলে আর এক মেয়েকে বাঁচাইতে পারছি, আমার হাফেজ ছেলেকে বাঁচাইতে পারি নাই।’ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলার ডুবিতে হাফেজ ছেলেরে হারিয়ে আহাজারি করতে করতে এ কথাগুলো বলছিলেন একজন মা।

আরো পড়ুন

Error: No articles to display

শুক্রবার বিকেলে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতেরখলা এলাকার লইসকা বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এই ট্রলারে তার হাফেজ ছেলেটি ছিল বলে জানান মা। ট্রলার ডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। লইসকা বিল এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

ঘটনাটি ঘটে যাবার পরে সবখানে বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়। আর সেই সাথেই সাড়া পড়ে যায় সবখানে। আর এই খবর পেয়ে খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মোঃ আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়াও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলা প্রশানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

News Page Below Ad

আরো পড়ুন

Error: No articles to display